Ramadan Mubarak!

রমজানের অন্যতম শিক্ষা হল মাটিতে পা রাখা, বিনয়ী হওয়া, নিজেকে সুপিরিয়র ক্লাস না ভাবা, মানুষকে মানুষ ভাবা, গরীব মানুষকে সাধ্যমত সাহায্য করা সেই মানুষটি যে ধর্মেরই হোক না কেন, প্রতিদিনকার কাজে, আচরণে সততার, সংযমের চর্চা করা। দুনিয়ার বুকে কিছুদিন হাঁটাহাঁটি করে একটুকরা সাদা কাপড় নিয়ে মাটির নীচে শুয়ে পড়াই জীবন। চারদিকে তাকালে প্রতিমুহূর্তে সেটা আমরা টের পাই। হাঁটাহাঁটির এই ছোট্ট সময়টা আমরা যেন সুন্দরভাবে পার করতে পারি রমজান সেই শুদ্ধতাই আমাদের শেখায়। সবাইকে এই পবিত্র রমজান মাস, মহিমান্বিত মাসের শুভেচ্ছা!

Leave a Reply