সতর্ক বার্তা

সারা পৃথিবীতে বছরে ১১ বিলিয়ন টি-শার্ট বেচাকেনা হয়, যার বড় একটি অংশ বাংলাদেশে তৈরি হয়। আজকেও আমি এডমন্টনের ওয়ালমার্ট-এ একগাদা টি-শার্ট দেখেছি বাংলাদেশে তৈরি।

টি-শার্টের এই বিপুল চাহিদা মাথায় রেখে আমেরিকার গার্মেন্টস ফ্যাক্টরি মালিকরা একটি নতুন প্রোজেক্ট হাতে নিয়েছে যেখানে মানুষের পরিবর্তে রোবট টি-শার্ট সেলাইয়ের কাজ করবে। এই রোবটের নাম হবে ‘সিউবোট’। একটি  সিউবোট গড়ে ৫০-১০০ জন মানুষের কাজ দিনে করবে। খুব শীঘ্রই আমেরিকার আরকানসাস অঙ্গরাজ্যে ২১ প্রোডাকশন লাইন নিয়ে একটি ফ্যাক্টরি শুরু হতে যাচ্ছে যেখানে বছরে ১.২ মিলিয়ন টি-শার্ট তৈরি করবে সিউবোট। একটি রিপোর্টে বলা হয়েছে এই প্রক্রিয়ায় পৃথিবীজুড়ে উৎপাদন শুরু হলে উন্নয়নশীল দেশগুলো ভীষণ বিপদে পড়বে   এবং বিশেষভাবে সংবাদটিতে বাংলাদেশের ৪৪ লাখ গার্মেন্টস কর্মী নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছে যে এদের বড় একটি অংশ তখন চাকরি হারাবে। এ ঘটনা যে কালকেই ঘটবে তা নয় তবে বছর পাঁচেকের মধ্যে গার্মেন্টসের উৎপাদন প্রক্রিয়ায় একটি বড়রকম পরিবর্তন আসছে সেটা  প্রায় নিশ্চিত। সংশ্লিষ্ট সকলে বিষয়টি আমলে নেবেন আশাকরছি। সবার জ্ঞাতার্থে লিঙ্কটা দিচ্ছিঃ https://www.fastcompany.com/40454692/this-t-shirt-sewing-robot-could-radically-shift-the-apparel-industry

Leave a Reply