বদলে ফেলা

নিচের অনুবাদটি আমি করেছি চিকেন স্যুপ ফর দ্যা সোল সিরিজের একটি বই থেকে। বলে রাখা ভাল, চিকেন স্যুপ ফর দ্যা সোলের প্রতিটি সিরিজে ১০১টি গল্প থাকে যার সবগুলোই মানুষের জীবনের ঘটে যাওয়া ঘটনা, মানে এগুলো কোন কাল্পনিক গল্প নয়। আপনিও চাইলে স্যুপ ফর দ্যা সোল কর্তৃপক্ষকে আপনার আপনার জীবনের কোন গল্প লিখে জানাতে পারেন। সেটি ছাপা হলে ওরা আপনাকে কপি পাঠাবে।
লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে বিশাল সমাধি স্থলের একটি কবরের এপিটাফে লেখা আছেঃ
“যখন আমি ছোট ছিলাম, চিন্তার কোন বাধ ছিল না, স্বপ্ন দেখতাম, দুনিয়াটা একদিন বদলে ফেলব। যখন একটু বড় হলাম, বুদ্ধি-সুদ্ধি বাড়ল, বুঝলাম দুনিয়াটা আসলে একা বদলাতে পারব না। বরং আমার দেশটাকে বদলে ফেলি। কিছুদিন পর টের পেলাম, দেশটাও একা বদলাতে পারছি না। তাই ঠিক করলাম, আমার শহরটাকে বদলে ফেলব। জীবনের গোধুঁলি বেলায় পৌঁছে বুঝতে পারলাম, শহরটাকেও বদলাতে পারিনি, তাই শেষ চেষ্টা হিসেবে মরিয়া হয়ে নিজের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, পরিচিত মহলটাকে বদলাতে চেষ্টা করলাম। হায়, তারাও কেউ বদলালো না!
এখন জীবন সায়াহ্নে, এই মৃত্যু শয্যায় শুয়ে, হঠাৎ মনে হল, কাউকে বদলাবার চেষ্টা না করে, যদি সবার আগে নিজেকেই বদলাতাম, তাহলে হয়ত আমাকে বদলাতে দেখে আমার আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন বদলে যেত, ওদের বদলাতে দেখে হয়ত আরও অনেক মানুষ বদলে যেত, হয়ত এভাবে আমার শহরটাও বদলে যেত। আর আমার শহরটাকে বদলাতে দেখে হয়ত আমার দেশটাও বদলে যেত।
কে জানে, এভাবে হয়ত একদিন দুনিয়াটাই বদলে ফেলতাম!”

Leave a Reply