প্রতিযোগিতা

কুয়ো ব্যাঙের একটি দল দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো। একটু অন্যরকম আয়োজন। তারা ঠিক করলো অনেক উঁচু এক পাহাড়ের চূড়ায় দৌড়ে উঠবে। অদ্ভুত এই প্রতিযোগিতা দেখতে প্রচুর দর্শক হাজির হল। প্রতিযোগিতা শুরু হল। প্রচুর দর্শক এলো ঠিকই, কিন্তু কেউই বিশ্বাস করলো না, এই ছোট ছোট ব্যাঙগুলো এতো উঁচু পাহাড়ের চূড়ায় উঠতে পারবে। চারদিক থেকে মন্তব্য আসতে লাগলো, ‘অসম্ভব! কেউ পারবে না!’
ব্যাঙগুলো পাহাড়ের গা থেকে টুপ টাপ পড়ে যেতে লাগলো। দু’একটি ব্যাঙ অবশ্য একটু একটু করে উঠতে থাকলো। দর্শকরা মন্তব্য করেই যাচ্ছে, ‘কোন ভাবেই সম্ভব নয়। কেউ পারবে না।’
একের পর এক ব্যাঙ পড়ে যেতে লাগলো, শুধুমাত্র ছোট্ট একটি ব্যাঙ ছাড়া। সে একটু একটু করে উপরে উঠে চলেছে। সবশেষে সমস্ত ব্যাঙ নিচে পড়ে গেল শুধু ঐ ছোট্ট ব্যাঙটি ছাড়া। অনেক চেষ্টার পর সে সত্যি সত্যি পাহাড়ের চূড়ায় উঠে গেল। সবাইতো মহা অবাক। প্রতিযোগীরা সবাই ঘিরে ধরল বিজয়ী
ব্যাঙকে।
‘ভাই, তুমি কিভাবে পারলে?’
দেখা গেল, বিজয়ী ব্যাঙটি কানে শুনতে পায় না…।

Leave a Reply