বছরের ৩৬৫ দিবসই বাবা-মায়ের জন্য ভালবাসার দিবস

আমার বাবা-মা।

ছবিটি আমার তোলা। ১৯৯১ কিংবা ৯২ সালে।

গতবছর নভেম্বারে যখন দেশে গেলাম আম্মা যে কয়েকদিন আমাকে কাছে পেল সমস্ত আগ্রহ নিয়ে রান্নাবান্নায় ঝাপিয়ে পড়লো। ভুলে গেল আমার বয়সও পঞ্চাশের কাছে। ভুলে গেল আমি মাসে ১/২ দিনের বেশি ভাত খাইনা। ভুলে গেল আমিও তাঁর মত প্রেশারের ওষুধ খাই, এবং বেশি তেল-মশলা খাওয়া আমারও বারণ। প্রতি বেলায় খাবার টেবিলে আমাদের সিরিয়াস ঝগড়া লেগে যাবার অবস্থা।  প্রতিটি আইটেম তার পছন্দ মত পরিমান না খেলেই গাল ফুলানো। ভালবাসার অত্যাচার আর কাকে বলে! পৃথিবীর সব মায়েদের মস্তিষ্কে সন্তানের বেলায় ‘লজিক্যাল’  সফটওয়্যারটি মিসিং বলে আমার ধারণা। এই ভালবাসা পৃথিবীর সব যুক্তি তর্কের ঊর্ধ্বে, যেমন নিজ দেশের জন্য ভালবাসা সব যুক্তি তর্কের ঊর্ধ্বে। সে কারনেই দেশকেও আমরা ‘মা’ ডাকি। সীমাহীন ভালবাসা নিয়ে আমাদের মায়েরা শত বছর বেঁচে থাকুন এবং আমাদের তাদের ছায়ার তলে রাখুন। পরম করুণাময়ের কাছে সন্তান হিসেবে আমাদের সবার এটাই চাওয়া।

Leave a Reply