একটি সেমি-পাবলিক পোস্টঃ

ফেসবুকে আমার বন্ধু সংখ্যা অনেক কম। ৯০% আমার ট্রেইনিং প্রোগ্রাম থেকে আসা, বাকিরা আমার ফ্রেন্ডস এন্ড ফামিলি। আর ৭০/৮০ জন থাকতে পারে যারা ট্রেনিং-এও ছিলনা, পরিচিতও নন। এদের প্রোফাইল চেক করে দেখেছি আমার ট্রেইনিদের কারও বন্ধু হিসেবে তারা ফ্রেন্ডলিস্টে ঢুকে গেছেন। গত ৪/৫ মাস ধরে ইউটিউব করার কারণে এক নতুন জ্বালাতন শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ১০টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। ভাবখানা হল,‘এভরিথিং ইজ ফর গ্র্যান্টেড।’ রিকোয়েস্ট পাঠালেই গ্রহন করা হবে। এটাকেই বলে নেটিকেট, সোশ্যাল মিডিয়ায় করণীও আদব-কায়দা, যেটা আমাদের এখনও অনেক শেখা বাকি। সিকিউরিটি সেটিংস চেক করে দেখলাম ‘যে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে’। সেটি বন্ধ করা হয়েছে। এখন শুধু বন্ধুদের বন্ধুরা পারবে। নতুনদের উদ্দেশে বলছি, আপনার পেশাগত জীবনটি পরিস্কারভাবে প্রোফাইলে থাকতে হবে অবশ্যই ছবি সহ। এডুকেশন, মটিভেশনাল স্টাফ এন্ড ক্যারিয়ার বিল্ডিং টিপস হচ্ছে আমার ফেসবুকের ছোট্ট জগত, এগুলোতে আপনার আগ্রহ থাকলে স্বাগত!

Leave a Reply