সুখের বাস

এক কাক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন রাজহাঁস দেখে তার মন খারাপ হলো, “ইস, এত সুন্দর!” জিজ্ঞেস করল, ‘তুমি নিশ্চই সবথেকে সুখী পাখি।’ রাজহাঁস বলল, ‘আমিও তাই ভাবতাম যতদিন পর্যন্ত না দুই রঙা টিয়া কে দেখলাম। আমার মনে হয় টিয়াই সবথেকে সুখী।’ কাক এবার গিয়ে টিয়াকে একই প্রশ্ন করল। টিয়া বলল, ‘ভাই আমারও সেই ধারণাই ছিল, কিন্তু একদিন ময়ূরকে দেখে ভুল ভাঙল। এত সুন্দর! এত রঙের বাহার।’ কাক এবার চিড়িয়াখানায় গেল ময়ূরকে জিজ্ঞেস করতে। প্রচুর লোকের ভীড় ময়ূরের খাঁচার সামনে। একটু ফাঁকা হবার পর সে ময়ূরকে বলল, ‘আমি নিশ্চিত তুমি স্বীকার করবে যে তুমিই সবথেকে সুখী পাখি।’ দীর্ঘশ্বাস ছেড়ে ময়ূর বলল, “আমার সৌন্দর্যই আমার বারটা বাজিয়েছে ভাই। সারাজীবন বন্দী। খাঁচার ভেতর থেকে কাক দেখি আর ভাবি – ইস, সারাদিন যদি ওদের মত স্বাধীনভাবে উড়তে পারতাম! আমার মনে হয় কাকই সবচেয়ে সুখী পাখি।”
…সুখের বাস আপনার মনে!

Leave a Reply