পড়ার অভ্যাস

একটি পরিবারের রুচি বোঝার অন্যতম উপায় হল তাদের পড়ার অভ্যাস লক্ষ্য করা, তেমনি একটি এলাকা কিংবা শহর কতটা সমৃদ্ধ সেটা বোঝার অন্যতম উপায় হল সেখানে লাইব্রেরী আছে কিনা, থাকলেও সেটা কতটা কার্যকর সেটা লক্ষ্য করা। পৃথিবীর যে জাতিগুলোকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড সম্বোধন করি, তারা আজকের অবস্থানে গেছে মূলত জাতিগতভাবে পড়ালেখা করে। এই ফিলিংটা আমি ইংল্যান্ড, আমেরিকা এবং জার্মানিতে পেয়েছি, আর কানাডাতে প্রতিনিয়ত পাচ্ছি। এডমনটন শহরে ২১টি পাবলিক লাইব্রেরী আছে। আমরা যেটায় যাই সেটা সবসময় জমজমাট। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সব বয়সীদের জন্য ওদের ভিন্ন ভিন্ন আয়োজন আছে, যেমন প্লে কর্নার, ভিডিও কর্নার, কোয়াইট কর্নার, রেগুলার রিডিং কর্নার, ইএসএল কর্নার। এমনকি এখানে পাড়া, মহল্লাগুলোর মধ্যে ‘মিনি লাইব্রেরী’ স্থাপন করা থাকে যেখান থেকে যে কেউ বই নিয়ে পড়তে পারে, নিজের পড়া বই গিফট করতে পারে।
আমাদের ঘুরে দাঁড়ানোর একটিই উপায়, পড়ালেখা করা এবং সেটা পরিবার থেকে শুরু করা। নিজের গ্রামের দিকে তাকান এবং সেখানে সম্মিলিতভাবে একটি পাবলিক লাইব্রেরী গড়ে তুলুন।

Leave a Reply