প্রতিধ্বনি

দুষ্টুমি করার জন্য মার কাছে বকা খেয়ে এক ছেলের খুব রাগ হল। দৌড়ে বাসা থেকে বেরিয়ে বাসার উল্টোদিকে টিলাটার চূঁড়ায় উঠে গেল এবং সেখান থেকে চেঁচিয়ে মাকে বলল, ‘আই হেইট ইউ, আই হেইট ইউ।’ যেহেতু জায়গাটা ফাঁকা, প্রতিধ্বনি হল ‘আই হেইট ইউ, আই হেইট ইউ।’ ছেলেটি আগে কখনও প্রতিধ্বনি শোনেনি। ভয় পেয়ে গেল। এক দৌড়ে মার কাছে ফিরে গিয়ে বলল, জান মা, ওই পাহাড়ে না একটা দুষ্ট লোক আছে। আমাকে বলল, আই হেইট ইউ।
মা ব্যাপারটা বুঝে ফেলল। ছেলেকে বলল, তুমি আবার ওই পাহাড়ে যাও। এবার বল, ‘আই লাভ ইউ।’ ছেলে তাই করল। প্রতিধ্বনি ফেরত এল, ‘আই লাভ ইউ।’
এই ছোট্ট ঘটনাটি এই ছোট্ট ছেলেটিকে সারাজীবনের জন্য একটি জিনিস শিখিয়ে দিলঃ
জীবন হল প্রতিধ্বনির মত। আমরা যা দেবো জীবন আমাদের তাই ফেরত দেবে। ভালবাসা দিলে ভালবাসা আর ঘৃণা দিলে ঘৃণা।

Leave a Reply