আদব-কায়দা, বিনয়, সহমর্মিতা, অন্যকে সন্মান দেখান ইত্যাদি মানুষের পেশাগত, সামাজিক এবং পারিবারিক জীবনের সবথেকে বড় গুণ, দক্ষতা এবং সম্পদ। পেশাগত ভাষায় একে বলা হয় সফট স্কিলস। আমেরিকার বিখ্যাত ডেল কার্নেগী ইন্সটিটিউটের মতে, পেশাগত জীবনে ৮৫% ভূমিকা রাখে এই সফট্ স্কিলস্। এগুলো শেখার প্রথম জায়গা হল পরিবার (সে কারণেই বলা হয় বাড়ি হল সেরা শিক্ষা প্রতিষ্ঠান, আর বাবা-মা হলেন সেরা শিক্ষক), তারপর শিক্ষা প্রতিষ্ঠান এবং তারপর কর্মস্থল। যে এই তিন জায়গার কোনটি থেকেই শিখতে পারেনা সে সত্যিই অভাগা। সব ধর্মে শেখার ওপর, জানার ওপর সব থেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। ছোট বড় সবার কাছ থেকে শিখতে বলা হয়েছে। ‘আমি কি হনু রে’ মানসিকতার কোথাও কোন জায়গা নেই।
Thank you so much.
AbsolutelyRight sir