কেমন মানুষ

একটি গ্রামের তিন মাথার মোড়ের চায়ের দোকানে বিকেলের আড্ডা চলছে। গ্রামের মুরুব্বিরা বসে চা খাচ্ছে, গল্প করছে। এক অপিরিচত লোক এসে সালাম দিয়ে জানতে চাইল, ‘আমি এই গ্রামে বসত গড়তে চাই। এই গ্রামের লোকজন কেমন?’
এক মুরুব্বি জানতে চাইলেন, ‘আপনি যে গ্রাম থেকে আসছেন সেই গ্রামের লোকজন কেমন?’
লোকটি উত্তর দিল, ‘সেই গ্রামের মানুষ ভাল না। সবসময় ঝগড়া ফ্যাসাদ করে, মানুষের গীবত গেয়ে বেড়ায়, শুধু অন্য মানুষের দোষ খুঁজে বেড়ায়, মানুষে মানুষে ঝগড়া লাগায়, কথায় কথায় মিথ্যা বলে।’ মুরুব্বি বললেন, ‘আমাদের গ্রামের মানুষও একই রকম। আপনি এখানে থেকে শান্তি পাবেন না।’ লোকটি চলে গেল।
পরদিন একই সময়ে অন্য একজন অপরিচিত লোক এলো এবং সালাম দিয়ে জানতে চাইলেন, ‘আমি এই গ্রামে বসত গড়তে চাই। এই গ্রামের লোকজন কেমন?’
প্রত্যুত্তরে বয়স্ক সেই লোকটি একই প্রশ্ন করলেন, ‘আপনি যে গ্রাম থেকে আসছেন সেই গ্রামের লোকজন কেমন?’
লোকটি উত্তরে বলল, ‘সে গ্রামের মানুষ খুবই ভাল, পরোপকারী। কোন ঝগড়া ফ্যাসাদ নেই। কেউ কাউকে বিপদে ফেলার চেষ্টা করে না, বরং কেউ বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করার চেষ্টা করে।’
বয়স্ক লোকটি এবার বললেন, ‘আমাদের গ্রামের মানুষগুলোও একই রকম। আপনি নিশ্চিন্তে এখানে বসত গড়তে পারেন।’

এই গল্পের কোন মোরালের দরকার আছে?

Leave a Reply