আপনি কি বলছেন কিংবা করছেন তার থেকেও সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ আপনি কি ভাবছেন। কারণ আপনার ভাবনাটি পরবর্তীতে আপনার বলা-করাকে নিয়ন্ত্রণ করবে এবং কর্মে পরিণত হবে। সেই জন্য ভাবনার উপর নজর দিন, নিজের ভাবনাকে নিজে সতর্কভাবে পর্যবেক্ষণ করুন। প্রয়োজনে পরিমার্জন করুন, ভাবনার পথ পরিবর্তন করুন এবং অবশ্যই না বাচক ভাবনাগুলোকে মন থেকে ঝেঁটিয়ে দূর করুন। না বাচক ভাবনার আধিক্য জীবনে কখনই কোন সুফল দেবে না। জীবন একটাই। আপনার গল্পও একটাই। গল্পের নিয়ন্ত্রণ হাতে নিন। যিনি আপনাকে তৈরি করেছেন সেই সৃষ্টিকর্তাই নিয়ন্ত্রণের একটি বড় অংশ আপনার হাতে দিয়ে দিয়েছেন। আপনার জীবনই পৃথিবীর জন্য রেখে যাওয়া আপনার গল্প। এই গল্পের সার্থকতা জীবন সায়াহ্নে কতটা অর্থ উপার্জন হল কিংবা কত ওপরে ওঠা গেল সেটিতে নয়। এই গল্পের সার্থকতা মানবকল্যাণে, সৃষ্টির কল্যাণের জীবনে কতটা সময় ব্যয় করা হলো। জীবনের মজা এবং তাৎপর্য এখানেই!