মার্কেটিং-এর জগতে একটি খুব পরিচিত শব্দ হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশান বা ইউএসপি। আপনি যে প্রোডাক্টটি সেল করবেন সেটির জন্য আপনার ইউনিক সেলিং প্রপোজিশান কি, কেন আপনার প্রোডাক্ট অনন্য, সেটি আপনাকে বুঝতে হবে এবং আপনার কাস্টমারকে সফলতার সাথে বোঝাতে পারতে হবে। সৃষ্টিকর্তাও একই ভাবে মানুষকে পাঠিয়েছেন ইউনিক সেলিং প্রপোজিশান দিয়ে। ৭৫০ কোটি মানুষের ৭৫০ কোটি ইউনিক সেলিং প্রপোজিশন। তবে এই সেলিং শব্দটাকে কন্ট্রিবিউটিং কিংবা সেবাদানকারী হিসেবে পরিবর্তিত করে নিন, তাহলেই সব খোলাসা হয়ে যাবে। আপনি পৃথিবীতে এসেছেন কোন না কোনভাবে অবদান রাখার জন্য। আপনি সৃষ্টিকর্তার নজিরবিহীন একটি সৃষ্টি, পরম মমতায় তৈরি একটি সৃষ্টি। সেই জন্যই আপনার সাথে বাকি সাড়ে সাতশ কোটি মানুষের আঙ্গুলের ছাপও মেলে না। এখন আপনাকে আপনার নিজের ইউনিক কন্ট্রিবিউটিং প্রপোজিশান কোনটি সেটি খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়ে দুনিয়ায় আপনার অবদান রেখে যেতে হবে। মার্কেটিং-এর ভাষায় তাহলে জিজ্ঞেস করতে হয়, এর ফেরত মূল্য কি হবে অর্থাৎ আমার প্রাপ্তি কি হবে? আপনার প্রাপ্তি দুইভাবে আপনি পাবেন; দোয়া এবং দাওয়া। দোয়া হচ্ছে আপনার সেবার দ্বারা কারও যদি উপকার হয় কিংবা কেউ যদি সন্তুষ্ট হয় সেটাই আপনার জন্য দোয়া। আর সেই সেবাটির জন্য যদি কোন সেবা মূল্য ধার্য করা থাকে সেটি আপনার জন্য দাওয়া। সুতরাং প্রাপ্তি নিয়ে অর্থাৎ আমি কি পেলাম কিংবা কত টাকা পেলাম সেটা নিয়ে না ভেবে আমাদের ভাবা দরকার, আমি কি দিলাম, আমি কি অবদান রাখলাম। সেবা ঠিকঠাক হলে দোয়া এবং দাওয়া, দুটো দিয়েই আপনার অ্যাকাউন্ট ভরে যাবে, ইনশাআল্লাহ। সবকিছুর ফল নির্ধারিত হয় আমাদের নিয়ত এবং সেই নিয়তকে সামনে রেখে কর্মের উপর। নিজের ইউনিক কন্ট্রিবিউটিং প্রপোজিশান খুঁজে বের করুন এবং কাজে লেগে যান। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে।