সুখের বাস

এক গ্রামে এক বৃদ্ধ লোক বাস করত। সব সময় তার গোমরা মুখ। কোন কিছুতেই খুশি না। গ্রামবাসী কারণ জিজ্ঞেস করলে বলতো, আমি সুখের খোঁজে আছি, সুখ খুঁজে পাচ্ছি না তাই মন মেজাজ খারাপ। তার মন মেজাজ সব সময় খারাপই থাকতো, আর সে কারণে গ্রামবাসী তাকে এড়িয়ে চলত। তার সাথে কেউ মিশতে চাইতো না। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটলো। বৃদ্ধ লোকটিকে খুব খুশি খুশি দেখাচ্ছে। গ্রামবাসী তাকে ঘিরে ধরলো, এবার নিশ্চয়ই সুখের খোঁজ পেয়েছো? বৃদ্ধ বললো, নারে ভাই, আজ সকালে সিদ্ধান্ত নিয়েছি সুখের খোঁজ করা বন্ধ। সুখের পেছনে আর দৌঁড়াবো না। যে কয়দিন বেঁচে আছি, প্রতিদিন, প্রতিমুহূর্তকে উপভোগ করে বেঁচে থাকতে চাই। আর ঠিক তখন থেকেই মন মেজাজ ভালো হয়ে গেল! খুশি খুশি লাগতে লাগলো!
মোরাল: সুখের বাস আপনার মনে।

Leave a Reply