সফট স্কিলস টিপস: ০২

নিজের জন্য প্রতিদিন নির্দয়ভাবে এক ঘন্টা সময় আলাদা করুন। এই সময়টুকুতে নো ফোন, নো সোশ্যাল নেটওয়ার্ক, নো ফ্রেন্ডস, নো ফ্যামিলি মেম্বার। রুমের দরজা লাগিয়ে নিজেকে জগত থেকে বিচ্ছিন্ন করে ফেলুন। প্রথম দিন শুরু করতে পারেন self-help বিষয়ক বই দিয়ে, নিজের সফট স্কিলস-এ দক্ষতা বৃদ্ধির জন্য। বলা হয়, পেশাগত জীবনের সফলতার ৮৫% নির্ভর করে সফট স্কিলস-এর উপর।
দ্বিতীয় দিন হার্ড স্কিলস অর্থাৎ আপনার পেশাগত বিষয়টি নিয়ে পড়াশোনা করুন। নিজের প্রফেশন- এর উপর কমপক্ষে ১০০টি টেকনিকাল/প্রফেশনাল টার্ম লিখুন এবং সেই বিষয়ে জানুন।
তৃতীয় দিন পড়াশোনা করুন নৈতিকতা এবং ধর্মীয় বিষয়ে আত্মার উন্নতি এবং সংস্কারের জন্য।
এই রুটিন ১০বার রিপিট করুন। ৩০ দিন পর নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আর ৩৬৫ দিন পর আপনি হয়ে উঠবেন একজন পরিবর্তিত মানুষ যার সুস্পষ্ট প্রভাব পড়বে পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে।
নিরন্তর শুভকামনা!

Leave a Reply