দেশিয় পণ্যতেই থাকতে চাই

গতবছর ডিসেম্বরে দেশে গিয়ে একদিন আড়ং–এ গিয়েছিলাম কুশন কাভার কিনতে। বসুন্ধরা সিটি মার্কেটে আড়ং–এর একটি নতুন শোরুম খোলা হয়েছে, সেটিতে। এর আগে এই আউটলেটে যাইনি। বেশ কয়েকটি দেখার পর একটি পছন্দ করলাম। এক একটি কুশন কাভারের দাম ৭০০ টাকা, প্লাস ভ্যাট! যে কয়টা ডিজাইন ওখানে রাখা ছিল মোটামুটি একই দামের। পরের সপ্তাহে যখন নিউ মার্কেটে যাই বিছানার চাদর কিনতে, ওই জাতিয় ডিজাইনের কুশন কাভার ৩০০-৩৫০ টাকার মধ্যে দেখেছি। হয়তো মানে পার্থক্য আছে, হয়তো নেই। আমার পয়েন্টটা হল, গত ১০ বছর সময় ভেদে আড়ং-এর জিনিস পত্রের দাম হঠাৎ করে অনেক বেশী বেড়ে গেছে, যেটার কোন হিসেব নেই, ব্যাখ্যা নেই।

৭০০ টাকা ১১ কানাডিয়ান ডলারের সমান। পৃথিবীর সেরা হোম ফার্নিশিং অ্যান্ড ফার্নিচার শপগুলোর একটি হচ্ছে ‘আইকিয়া।’ পৃথিবীর ৪১টি দেশে ৩০০ এর বেশী শোরুম আছে ওদের। সেখানে ৩ থেকে ১০ ডলারের মধ্যে চমৎকার সব কুশন কাভার পাওয়া যায়। যারা আইকিয়াতে যাওয়া-আসা করেন তারা জানেন এটা। আড়ং–এর উৎপাদন এবং ব্যবস্থাপনা খরচ কি আইকিয়ার চাইতে বেশী? নিশ্চয়ই না। তাহলে এতো দাম কেন সব জিনিসের? আড়ংকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছি আমরা, ক্রেতারা। আড়ং-এর ক্রেতার পরিধি এখন শুধু বড় শহরগুলোতে আটকে নেই, সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এটাই আড়ং-এর প্রতি ভালবাসার প্রকাশ। আড়ং কে এই ভালবাসার মর্যাদা দিতে হবে তার গুণগত মান দিয়ে এবং বাস্তব সম্মত দাম নির্ধারণ করে।
আড়ং ছেড়ে বিদেশের পণ্যে আমাদের যেতে হবে কেন? আড়ং-এর মত আরও অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আস্তে আস্তে গড়ে উঠছে, যেমন দেশি দশ। এই দশটি প্রতিষ্ঠান যদি এদের দাম এবং মান ধরে রাখতে পারে, এরা হয়ত আড়ংকেও ছাড়িয়ে যাবে। আর দেশের পণ্য ছেড়ে বিদেশের কোন ব্র্যান্ডের পোশাক কিনব আমরা? পৃথিবীর সব সেরা ব্র্যান্ডের পোশাকতো আমরাই বানাই। কানাডা আসার আগে জারা, গ্যাপ, এইচএনএম, ওয়ালমার্টে যাওয়ার অভিজ্ঞতা ছিল এবং সেখানে দেখেছি পোশাকের বড় একটি অংশ বাংলাদেশে উৎপাদিত। আর কানাডায় এসে হাডসন’স বে এর সন্ধান পেলাম, যেখানে পোশাকের দাম উপরে উল্লেখিত ব্র্যান্ডগুলোর তুলনায় অনেক অনেক বেশী। কিন্তু মজার বিষয় হচ্ছে, এদেরও বেশির ভাগ পোশাক বাংলাদেশে উৎপাদিত। সুতরাং আমাদের বিদেশি পোশাকের ক্রেতা হবার কোন দরকার নেই, দরকার হচ্ছে আড়ং-এর মত দেশিয় কারুপণ্য শিল্পের প্রতিষ্ঠানগুলো থেকে ক্রেতা হিসেবে ভালবাসার প্রতিদান পাওয়া এবং সঠিক সেবা পাওয়া।

Leave a Reply