কর্মফল

এক কৃষক তার বাড়িতে তৈরি এক পাউন্ড মাখন প্রতি সপ্তাহে এক রুটিওয়ালার কাছে বিক্রি করতো। বিনিময়ে রুটিওয়ালা কৃষককে তার বাড়িতে তৈরি এক পাউন্ড রুটি দিত। এভাবেই চলছিল। একদিন রুটিওয়ালার সন্দেহ হলো মাখনের পরিমাণ এক পাউন্ড-এর থেকে কম এবং সে ওজন করে দেখলো তার সন্দেহ সত্যি। যথারীতি সে কাজীর কাছে বিচার দিল। কাজী কৃষককে ডেকে পাঠালেন এবং জানতে চাইলেন, তুমি মাখন ওজন করে দাও না?
~ জি হুজুর দেই।
তাহলে ওজনে কম হচ্ছে কেন?
~ হুজুর ওজনে কম হলে সেটার জন্য রুটিওয়ালাই দায়ী।
সেটা কিভাবে?
~ হুজুর আমারতো ওজন করার দাঁড়িপাল্লা নেই। তাই রুটিওয়ালা আমাকে যে এক পাউন্ড রুটি দেয় আমি সেই পরিমাণ ওজনের মাখন তাকে দেই। এখন যদি দেখা যায় মাখনের পরিমাণ কম হচ্ছে তবে সেটার রুটির পরিমাণ কমে যাওয়ার কারণেই হচ্ছে।

মোরাল: দুটো জিনিসকে জীবনে এড়িয়ে যাবার কোন সুযোগ নেই, কর্মফল এবং মৃত্যু।

Leave a Reply