আজ একটি পত্রিকায় পড়লাম লালমনিরহাট জেলার একটি উপজেলায় ৩০টি সেলুনকে সেলুন-কাম-লাইব্রেরীতে পরিণত করা হয়েছে। সত্যিকারের মন ভালো করে দেবার মত খবর! জামাল হোসেন নামক অনার্স পড়ুয়া এক যুবক প্রথম এই উদ্যোগটি নেন। জামাল হোসেনকে প্রাণঢালা অভিনন্দন এবং দোয়া। দেশের ৪৫০০ ইউনিয়নে দুটি করে সেলুনকে যদি এরকম সেলুন-কাম-লাইব্রেরীতে পরিণত করা যায় তবে ৯০০০ মিনি লাইব্রেরী তৈরি হবে। আর প্রতিটি সেলুন-কাম-লাইব্রেরীতে প্রতিদিন যদি ১০ জন কাস্টমারও একটুখানি বই পড়েন তাহলে সারাদেশের গ্রামে-গঞ্জের ৯০,০০০ মানুষের প্রতিদিন কাজের ফাঁকে খানিকটা বই পড়া হবে। ভাবতেই ভালো লাগছে! দরকার শুধুমাত্র সব ইউনিয়নে একজন জামাল হোসেন!