চাকরিজীবীদের জন্য একটি প্রশ্ন, বিশেষ করে যারা এন্ট্রি কিংবা মিড লেভেল জব করেন তাদের জন্য প্রশ্ন। ধরুন, হঠাৎ করে আপনার চাকরিটা চলে গেল (আল্লাহ না করুন) এবং নিকট ভবিষ্যতে আপনার কোন ফুল টাইম চাকরি পাবার সম্ভাবনাও দেখছেন না, এ অবস্থায় আপনি কতদিন টিকে থাকতে পারবেন? কিংবা অন্যভাবে বলা যাক, আপনার পেশাগত দক্ষতা দিয়ে আপনি কি ফ্রিল্যান্সার কিংবা পার্ট টাইমার হিসেবে চাকরির বাজারে আপনার ক্যারিয়ারের বাকি সময়টুকু টিকে থাকতে পারবেন আপনার জীবন মান বজায় রেখে? উত্তর যদি হয় ‘হ্যাঁ’ তাহলে আপনি পেশাগত দক্ষতার দিক থেকে ভালো অবস্থানে আছেন, আর উত্তর যদি হয় ‘না’, তাহলে সেটা চিন্তার বিষয়। এই চিন্তা কিংবা দুশ্চিন্তা থেকে মুক্ত হবার জন্য আপনাকে নিজের উপর কাজ করতে হবে, নিজের দক্ষতাটুকুকে আরো শান দিতে হবে যাতে করে জব মার্কেটের এই ভয়ঙ্কর প্রতিযোগিতার দৌড়ে আপনি টিকে থাকতে পারেন কিংবা যেকোন অবস্থাতেই নিজের যোগ্যতা, দক্ষতা দিয়ে পরিবারের ‘ব্রেড এন্ড বাটার’ উপার্জন করার অবস্থাতে থাকেন পারেন। হেরে যাবার জন্য আপনি পৃথিবীতে আসেন নি। সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি আপনি। ১০০ বিলিয়ন নিউরন সমৃদ্ধ মানুষের ব্রেইনের ধারন ক্ষমতা ২.৫ পেটাবাইট। সেই হিসেবে এক টেরাবাইটের ধারণ ক্ষমতা সম্পন্ন ২৫০০ কম্পিউটারের সমান হচ্ছে একটি ব্রেইন যা আপনাকে দেয়া হয়েছে। আপনি হারবেন কেন? প্রশ্নই আসে না! নিজের উপর আস্থা রেখে নিজের দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যান যেন বাকি সবাই আপনার দক্ষতার উপর আস্থা রাখে।
ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে!