আমরা যখন গাড়িতে বসে থাকি তখন দেখি সামনে একটি বিশাল সাইজের উইন্ডশীল্ড গ্লাস থাকে যাতে করে আমরা সামনের পথটা একদম পরিষ্কার দেখতে পাই। পাশাপাশি গাড়ির পেছনটা দেখার জন্য একটি ছোট্ট রিয়ার ভিউ মিরর থাকে যাতে প্রয়োজনে চট করে পেছনটা দেখে নিতে পারি। লক্ষ্য করে দেখবেন গাড়ি যতই বড় হোক না কেন রিয়ার ভিউ মিররের সাইজ কিন্তু ছোট্ট। আমার-আপনার জীবন হচ্ছে একটি চলমান গাড়ি। সুন্দর মত এগিয়ে চলার জন্য আমাদের সার্বক্ষণিক মূল ফোকাসটা রাখতে হবে সামনের দিকে। প্রয়োজনে মাঝেমাঝে পেছনেতো উঁকি দেবেনই কিন্তু ভুলেও পেছন নিয়েই পড়ে থেকেন না। তাহলেই বিপর্যয়।
চোখ রাখুন সামনে। উৎসাহের সাথে এবং কৃতজ্ঞতার সাথে জীবনকে গ্রহণ করুন এবং উপভোগ করুন।